দেরি নেই দক্ষিণবঙ্গে বর্ষার, কবে স্বস্তি

এই বৃষ্টির ফলে ভূমিধস ও উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকাংশেই বাড়বে। তবে এই কয়েকদিন স্বস্তি নেই দক্ষিণের জেলায়।

Must read

মে মাসে নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগে উত্তরের জেলায় (North Bengal) প্রবেশ করেছিল বর্ষা (Monsoon)। বৃষ্টিতে একপ্রকার ভেসে গিয়েছে উত্তরবঙ্গ। তিস্তাবাজার সংলগ্ন এলাকা সহ অনেক রাস্তাঘাট এই মুহূর্তে জলের তলায়। তবে দক্ষিণবঙ্গে রোদ ও রয়েছে অস্বস্তিকর গরম। তবে খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের সেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়ে দিল আইএমডি। আইএমডি সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ফের দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু এগিয়ে আসতে শুরু করবে। এবার দেশের মূল ভূখণ্ডে সময়ের অনেক আগে বর্ষা প্রবেশ করেছিল। সাধারণত, দেশে বর্ষা প্রবেশ করে ১ জুন। এবারে ৩০ মে বর্ষা ঢুকে পড়েছিল। এবার কেরলের দিনই বর্ষা প্রবেশ করেছিল উত্তরপূর্ব ভারতে।

আরও পড়ুন-দিনের কবিতা

উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সাধারণত ১০ জুন বর্ষা প্রবেশ করে। কিন্তু সেখানে ৩১ মে বর্ষা চলে আসে। এরপর থেকে প্রবল বৃষ্টিতে নাজেহাল উত্তরের পাঁচ জেলা। তবে এবার জানা যাচ্ছে, দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু গাঙ্গেও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আগামী ৪ থেকে ৫ দিনে। দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ুর এগিয়ে আসায় যদিও পরিস্থিতি অনুকূল হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, উত্তর মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্র উপকূল, ছত্তিশগড়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেও দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে। সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে ১০ জুন। তবে এবার সেটা ১০ দিন পরে ঢুকছে।

আরও পড়ুন-সেবিকে চিঠি, তৃণমূলের ৪ সাংসদ যাচ্ছেন মুম্বই

মনে করা হচ্ছে, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টি হবে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এই বৃষ্টির ফলে ভূমিধস ও উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকাংশেই বাড়বে। তবে এই কয়েকদিন স্বস্তি নেই দক্ষিণের জেলায়।

Latest article