প্রতিবেদন : উত্তর ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণ। বৃহস্পতিবার কলকাতার তাপামাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। জ্বালাধারানো গরমে নাজেহাল কলকাতা-সহ গোটা দক্ষিণবাসী। চাতকের মতো চেয়ে আছে একপশলা বৃষ্টির দিকে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণে।
আরও পড়ুন-ভোটে রাজ্যে আসছে তামিলনাড়ুর পুলিশ
যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। পাশাপাশি ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে।