সময়ের আগেই আসছে বাংলায় বর্ষা, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

Must read

প্রতিবেদন: নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে (West Bengal) ঢুকে পড়ছে বর্ষা (Monsoon)। গত কয়েকদিন ধরে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে নাগা়ড়ে চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, প্রাক্ বর্ষার (Monsoon) জেরে মঙ্গলবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায় (Kolkata, West Bengal)। সেই সঙ্গে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে তিন-চার দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রবিবার থেকে কয়েকদিন উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ের তিন জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এ-ছাড়া মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামানে ঢুকে পড়তে পারে মৌসুমি বায়ু। তার আগেই প্রাক্ বর্ষার বৃষ্টিতে ফের ভাসতে চলেছে গোটা রাজ্য। যদিও রাজ্য সরকার বর্ষার অঘটন রুখতে প্রস্তুতি শুরু করেছে।

আরও পড়ুন: জেলায় জেলায় শুরু হল তৃণমূলের কর্মিসম্মেলন, থাকবেন বিধায়ক-সভাপতিরা

Latest article