প্রতিবেদন: জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ কল্যাণ প্রকল্পে অনুপ্রাণিত আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। বাংলার মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেই লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) অনুকরণে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করল কেজরিওয়ালের আপ। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশিকে পাশে নিয়ে কেজরিওয়াল জানালেন, ১৮ বছরের উপরে সমস্থ মহিলাকে ১ হাজার টাকা ভাতা দেবে আপ সরকার। ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনে জিতলে এই ভাতার পরিমাণ দ্বিগুণ করবে আম-আদমি পার্টি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকেই (Lakshmir Bhandar) মডেল করে নারী ক্ষমতায়নের লক্ষে এগিয়ে যেতে চাইলেন অরবিন্দ কেজরিওয়াল। লক্ষণীয়, একের পর এক রাজ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণ করে নিজেদের রাজ্যে বসবাসকারী মহিলাদের ক্ষমতায়নের কাজ করছে৷ এবার একই পথ অনুসরণ করল দিল্লি সরকারও৷ এই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, বহুদিন আগেই এই প্রকল্প প্রণয়ন নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিস আম আদমি পার্টির সরকার৷ কিন্ত্ত আবগারি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তিনি জেলে থাকার কারণে সেই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়নি এতদিন৷ তাঁর ঘোষণার পর থেকেই দিল্লিবাসী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে বলেও এদিন দাবি করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷
আরও পড়ুন- বিজেপির ওড়িশা! জামিন পেয়েই নির্যাতিতার গলার নলি কেটে খুন