প্রতিবেদন : বাবলা সরকার (Babla Murder Case) খুন-কাণ্ডে গ্রেফতার ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু। তিনি তৃণমূল কংগ্রেসের হিন্দিভাষী সেলের মালদহ জেলা সভাপতি ছিলেন। ২১ ঘণ্টা ম্যারাথন জেরার পর তাকে গ্রেফতার করল পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে পুরনো সমাজবিরোধী স্বপন শর্মাকেও৷ মঙ্গলবার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি ও অখিলেশ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় ডেকে পাঠায় পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে জেরাপর্ব শুরু হয়। নন্দুকে গ্রেফতারের পর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়ে দেন, বাবলা-খুনের (Babla Murder Case) মূলচক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা৷ ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বাবলা-খুনে৷ নন্দুর বাড়ি ইংরেজবাজার শহরের ৫নং ওয়ার্ডের পিরোজপুর এলাকায়।
স্বপন শর্মা একসময় মালদহের ত্রাস ছিলেন। ১৯৭০-৮০ সালে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তার নাম জড়িয়ে ছিল। গ্রেফতার-হওয়া দুজনই মালদহ শহরের পরিচিত মুখ। ধৃতদের বুধবার মালদহ জেলা আদালতে তোলা হবে। বাবলা সরকার খুন-কাণ্ডে এ-নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ। দুজন এখনও পলাতক তাদের সন্ধানে চিরুনি-তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কারমূল্য।
আরও পড়ুন- বাংলার বাড়ির পর বাংলা শস্য বিমা, কথা রাখালেন মুখ্যমন্ত্রী