আরও ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বছর শেষে

নবান্ন সূত্রে খবর, ৩০ নভেম্বরের মধ্যেই এই সব ক্রেডিট কার্ডের প্রাথমিক অনুমোদন বা প্রভিশনাল অ্যাপ্রুভালের নির্দেশ দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : চলতি বছরের শেষে আরও ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী বছর পয়লা জানুয়ারি ছাত্র দিবস হিসাবে পালন করা হবে। তার আগেই যাতে নির্ধারিত সংখ্যায় পড়ুয়ারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পান তা নিশ্চিত করতে বলা হয়েছে। এক লপ্তে বহু পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। এবার কোন জেলায় কত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে হবে তার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হল রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন-জুটমিল খুলতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস

নবান্ন সূত্রে খবর, ৩০ নভেম্বরের মধ্যেই এই সব ক্রেডিট কার্ডের প্রাথমিক অনুমোদন বা প্রভিশনাল অ্যাপ্রুভালের নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে আলিপুরদুয়ারে ৫০, বাঁকুড়া ৫৯৯, বীরভূম ৪৯৯, কোচবিহার ২৫০, দক্ষিণ দিনাজপুর ৪০০, দার্জিলিং ২৫০, হুগলি ১২৫৯, হাওড়া ১২৯৮, জলপাইগুড়ি ২৫০, ঝাড়গ্রাম ২৫০, কালিম্পং ৪০, কলকাতা ১৫৯৩, মালদা ৭০০, মুর্শিদাবাদ ১০০০, নদিয়া ৭০০, উত্তর ২৪ পরগনা ১৯৮৫, পশ্চিম বর্ধমান ৯৯৮, পূর্ব বর্ধমান ১১৯৪, পূর্ব মেদিনীপুর ২৫৪৯, পুরুলিয়া ৪০০, দক্ষিণ ২৪ পরগনা ২০৯৯, উত্তর দিনাজপুর ৬০০ সংখ্যক পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।

Latest article