প্রতিবেদন : শহরবাসীকে আরও উন্নততর স্বাস্থ্য পরিষেবা দিতে দৃষ্টান্তমূলক উদ্যোগ কলকাতা পুরসভার। পুরসভার স্বাস্থ্যকর্মীদের (Health workers) এবার আরও দশটি রোগের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। ইকো ইন্ডিয়া নামের শিক্ষা-স্বাস্থ্য বিষয়ক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রশিক্ষণ দেবে পুরসভা। শহরের ১৬টি ওয়ার্ডে মোট ১৫টি প্রশিক্ষণ হাব থেকে অনলাইন মাধ্যমে প্রথমে চিকিৎসকরা, তারপর নার্স-সহ অন্যান্য পুরস্বাস্থ্যকর্মীরা (Health workers) প্রশিক্ষণ পাবেন। মঙ্গলবার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষের হাত ধরে এই প্রশিক্ষণ শুরু হল। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এখন থেকে শুধু জ্বর, সর্দি-কাশি ছাড়াও আরও অনেক গুরুতর রোগের চিকিৎসা পরিষেবা দিতেই কলকাতা পুরসভার এই উদ্যোগ। গত ২ বছর ধরে ইকো ইন্ডিয়ার সাহায্যে এই প্রশিক্ষণ চালাচ্ছে পুরসভা। ইতিমধ্যেই ৩ হাজারেরও বেশি পুরস্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার মানসিক সমস্যা, ভাইরাল হেপাটাইটিস, অন্তঃসত্ত্বাকালীন সমস্যা, সদ্যোজাত ও বয়ঃসন্ধিকালীন সমস্যা-সহ ছোঁয়াচে নয় এমন দশটি নতুন রোগের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার পুরসভার কেন্দ্রীয় ভবনে এই প্রশিক্ষণের উদ্বোধনে ছিলেন ইকো ইন্ডিয়া’র চেয়ারম্যান ডাঃ কুমুদ রাই, মুখ্য পুরস্বাস্থ্যকর্তা ডাঃ সুব্রত রায়চৌধুরী প্রমুখ। এই নিয়ে ডাঃ কুমুদ রাই জানান, শহরের মানুষকে উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কলকাতা পুরসভার মতো এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ আজ পর্যন্ত কেউ নেয়নি। এই প্রশিক্ষণ পেয়ে পুরসভার স্বাস্থ্যকর্মীরা নতুন রোগের পরিষেবা দিতে পারবেন।
আরও পড়ুন-মহুয়াকে উচ্ছেদের নোটিশে হুমকি