প্রতিবেদন : বাড়তি মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলনের মাঝেই তাঁদের পদোন্নতি সহ একগুচ্ছ বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে ডব্লুবিসিএস অফিসারদের সংগঠনের প্রতিনিধি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিদের নিয়ে বৈঠক করেন তিনি৷ তবে বৈঠকে ডিএ-র দাবিতে আন্দোলনরত যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়নি।
আরও পড়ুন-বিপাকে গদ্দার, সারদা কর্তার চিঠিতে সিবিআই তদন্তের নির্দেশ, কাঁথি পুরসভায় ৫০ লাখের ড্রাফ্ট
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে ১৬ এবং ২৫ বছরের পরিবর্তে চাকরি জীবনের ১৫ এবং ২৪ বছরেই কর্মীরা ‘হায়ার স্কেল’ বা উচ্চ বেতন কাঠামো সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন। রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্যবিমা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম-এর ক্ষেত্রে এখন ক্যাশলেস সুবিধা দেড়লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বৈঠকে- সচিবালয়, অধিকরণ এবং আঞ্চলিক অফিসে সমস্ত বকেয়া পদোন্নতি আগামী তিন মাসের মধ্যে শেষ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। সার্ভিস ধরে কোথায় কত নিয়োগ প্রয়োজন তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দফতর এবং সার্ভিসের অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক, যুগ্মসচিব, উপসচিব, সহকারী কমিশনার, ওএসডি, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার, সেকশন অফিসারদের পদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি করা হচ্ছে।
আরও পড়ুন-সাক্ষীদের জন্য আজ গোষ্ঠ পালের মূর্তি থেকে মোমবাতি মিছিল, সুবিচার চেয়ে রাজপথে মুখ্যমন্ত্রী
এর ফলে সমস্ত স্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা ব্যাপকভাবে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংখ্যালঘু দফতরের অধীনে এসএসকে ও এমএসকে শিক্ষকদের ৩ শতাংশ করে বার্ষিক ইনক্রিমেন্ট এবং অবসর নেওয়ার সময় এককালীন তিন লক্ষ টাকা দেওয়ার কথা বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারি কর্মীরাই রাজ্যের সবথেকে বড় শক্তি। তাঁদের কর্মজীবন নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সচেতন।