চার পুরসভায় আরও ডেপুটি মেয়র

বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও দুর্গাপুর, রাজ্যের এই চারটি পুরনিগম বা কর্পোরেশনে এবার থেকে দেখা যাবে জোড়া ডেপুটি মেয়র।

Must read

প্রতিবেদন : বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও দুর্গাপুর, রাজ্যের এই চারটি পুরনিগম বা কর্পোরেশনে এবার থেকে দেখা যাবে জোড়া ডেপুটি মেয়র। এর জন্য প্রয়োজনীয় বিল আসছে রাজ্য বিধানসভায়। আসন্ন শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ করবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-পে-স্লিপ দেওয়া বাধ্যতামূলক হচ্ছে

আগামী ১৮ নভেম্বর শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন, তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বিলটি পাশ হলে দু’জন করে ডেপুটি মেয়র হবেন বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, দুর্গাপুর পুরনিগমে। তবে এর মধ্যেই রাজ্যের আর এক পুরনিগম আসানসোলে দু’জন ডেপুটি মেয়র রয়েছেন। এবার বাকি চারটিতেও জোড়া ডেপুটি মেয়র বসতে চলেছেন। দফতর সূত্রে খবর, নিগমগুলির কাজে আরও গতি আনতে ডেপুটি মেয়রের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর ফলে কলকাতা ও হাওড়া বাদে রাজ্যের সব পুরনিগমে দু’জন করে ডেপুটি মেয়র থাকবেন। এছাড়াও এই অধিবেশনে পুর আইনে আর একটি সংশোধনী আনতে চলেছে সরকার। এই সংশোধনী পাশ হয়ে গেলে রাজ্যের সমস্ত পুরসভায় চেয়ারম্যান-ইন-কাউন্সিল বা সিআইসি পদ তৈরি করা হবে।

Latest article