প্রতিবেদন : আগামী ১১ ডিসেম্বর টেট বা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে টেটে বসার যোগ্যতা মানের ক্ষেত্রে বিশেষ ছাড় ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবারই পর্ষদের তরফে জারি করা হল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই নিয়ে তৃতীয়বার টেট পরীক্ষার যোগ্যতামানের নিয়মে পরিবর্তন করা হল। বৃহস্পতিবার ছিল অনলাইনে আবেদনের শেষদিন। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে এই যোগ্যতামান জানিয়ে দিল পর্ষদ।
আরও পড়ুন-ডিএ মামলা
অনলাইন আবেদনের পোর্টালে এর জন্য প্রয়োজনীয় সংশোধনও করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০১০ সালের ২৩ আগস্টের আগে বিএড এবং স্নাতক পাশ করেছেন, এরকম জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা স্নাতকে ৪৫ শতাংশ নম্বর এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলে ২০২২ সালের টেটে বসতে পারবেন।