আগামী দু’মাস ভয়াবহ তাপপ্রবাহের আশঙ্কা! সতর্ক করছে মৌসম ভবন

Must read

হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। বাড়ছে অস্বস্তিকর গরম। নাজেহাল মানুষ। এরইমধ্যে দেশজুড়ে তাপপ্রবাহের (heatwave) আশঙ্কা। একাধিক জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। জুন পর্যন্ত গরমে হাঁসফাঁস অবস্থা হবে দেশবাসীর এমনই জানিয়েছে মৌসম ভবন। আইএমডি বলছে, দেশের মধ্য ও পশ্চিম উপদ্বীপে তাপপ্রবাহ বাড়বে।

আরও পড়ুন- দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন লকেট! কমিশনে অভিযোগ তৃণমূলের

মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, পশ্চিম হিমালয় অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং উত্তর ওড়িশার কিছু অংশে স্বাভাবিক থেকে বেশ কিছুটা বেশি থাকবে তাপমাত্রা। সমভূমির বেশিরভাগ অংশে লু বইবে। যেখানে হিট ওয়েভ সাধারণত চার থেকে আট দিন পর্যন্ত স্থায়ী হয়, এবার তা ২০ দিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি প্রভাব পড়বে। চলতি মাসে মধ্য দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে তাপমাত্রা। এর পাশাপাশি পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর-পূর্ব রাজ্যগুলোতেও গরমের দাপট (heatwave) চলবে। বাংলার বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ায়, দিনের বেলায় বাইরে বেরিয়ে খুব বেশি ভারী কাজ না করার পরামর্শ দিচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

Latest article