বাংলায় আরও বিনিয়োগ, কলকাতার দুর্গোৎসব মুম্বইয়ের গণেশপুজোকেও হার মানাবে: জিন্দাল

বাংলায় ফের বড় বিনিয়োগ করতে চলেছে জেএসডব্লু গ্রুপ। বৃহস্পতিবার কলকাতায় নিজেই এই সুখবর জানিয়েছেন ওই গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল।

Must read

প্রতিবেদন : বাংলায় ফের বড় বিনিয়োগ করতে চলেছে জেএসডব্লু গ্রুপ। বৃহস্পতিবার কলকাতায় নিজেই এই সুখবর জানিয়েছেন ওই গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল। তাঁর কথায়, ইতিমধ্যেই বাংলায় একাধিক বিনিয়োগ করেছি আমরা। আরও বেশ কিছু বিনিয়োগ পরিকল্পনা রয়েছে বাংলার জন্য। রাজ্যে শিল্পবান্ধব অনুকূল পরিবেশ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন জিন্দল। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলা আজ শিল্প মানচিত্রে অনন্য জায়গায় পৌঁছেছে। তিনি বাংলার জন্য অনেক কাজ করছেন। তাই আমরাও এ-রাজ্যে বিনিয়োগ বাড়াচ্ছি। তাঁর স্ত্রী সঙ্গীতা জিন্দল বলেন, আমি বাংলার শিল্পী ও শিল্পের সঙ্গে জড়িত স্কুল-কলেজ নিয়ে কাজ করতে চাই। কারণ বাংলা ছাড়া এই উচ্চমানের শিল্পকাজ অন্য কোথাও হয় না। আমি মুম্বইয়ে থাকি। তারপরেও একথা বলছি। শিল্পে বাংলাই সেরা।

আরও পড়ুন-যোগীরাজ্যে বৃষ্টির জলে ডুবল যাত্রী-সহ আস্ত গাড়ি

এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজোতে যান সস্ত্রীক সজ্জন জিন্দল। মণ্ডপ এবং থিম দেখে ভূয়সী প্রশংসা করেন তাঁরা। জিন্দল বলেন, যেভাবে স্বাধীনতা সংগ্রামের-বিপ্লবীদের ইতিহাস তুলে ধরা হয়েছে তা দেখার মতো। এটা বাংলা ছাড়া আর কোথাও সম্ভব নয়। পুরো মণ্ডপের ভিডিওগ্রাফি করেছে জিন্দলের টিম। পরে সাংবাদিকদের তিনি বলেন, এটা ধরে রাখছি কারণ অবসর সময়ে দেখব। বাচ্চাদের দেখাব। এগুলি আমাদের হৃদয়ে থেকে যাবে।
এদিন মণ্ডপে সস্ত্রীক জিন্দলকে সাদর অভ্যর্থনা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। গোটা মণ্ডপ ঘুরিয়ে দেখান। বুঝিয়ে দেন থিমের খুঁটিনাটি। মাকে প্রণাম করে মন দিয়ে মণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। এদিন তাঁদের সঙ্গে ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসুও।

Latest article