প্রতিবেদন : শহরের ফুটপাথবাসীদের মাথায় ছাদ দিতে আবারও উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। কলকাতার রাস্তার ঘুরে বেড়ানো কিংবা রাত কাটানো মানুষদের জন্য আগেই শহরের বিভিন্ন জায়গায় নাইট শেল্টার বা রাত্রিকালীন আবাস বানিয়েছে পুরসভা। এবার শহরে আরও বেশকিছু নাইট শেল্টার তৈরির উদ্যোগ পুরসভার তরফে।
আরও পড়ুন-নিয়োগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জটিলতা তৈরির চেষ্টা, বিচারপতির তোপে বামপন্থী আইনজীবীরা
ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কালীঘাট অঞ্চলের চারতলা নাইট শেল্টারের প্রথম দুটি তল। এই নিয়ে সামাজিক সুরক্ষা বিভাগের মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় জানান, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের হাত ধরে চলতি মাসের মধ্যেই উদ্বোধন হবে কালীঘাটের নাইট শেল্টারটির। প্রথম দুটি তলায় মোট ১২০ জন মানুষ থাকতে পারবেন। ইতিমধ্যেই ফুটপাথবাসীদের সুরক্ষায় ৮২, ৯২ ও ৯৫ নম্বর ওয়ার্ডে একটি করে ১০০ শয্যা বিশিষ্ট রাত্রিকালীন আবাস তৈরি করেছে কলকাতা পুরসভা। সেখানে অসহায় ভবঘুরেদের জন্য রয়েছে বিছানাপত্র, পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। একেবারে বিনামূল্যে এইসব পরিষেবা পাবেন ফুটপাথবাসীরা। কিন্তু তারপরেও রাতের শহরে ফুটপাথবাসীদের থাকা নিয়ে উদ্বেগের স্বর শোনা গিয়েছে মহানাগরিক ফিরহাদ হাকিমের গলায়। শহরের ভবঘুরেদের সুবিধার্থে তাঁদের ফুটপাথ থেকে তুলে নাইট শেল্টারে পাঠানোর জন্য একাধিকবার পুলিশের সাহায্য চেয়ে কমিশনার বিনীত গোয়েলকে চিঠিও দিয়েছেন মেয়র।