অনলাইন বেটিং অ্যাপ কী? অঙ্কুশের পর তালিকায় আরও

এখনও স্পষ্ট নয় ইডির গতিপ্রকৃতি। কোন কোন বেটিং অ্যাপকে ঘিরে জটিলতা এবং ইডির সমন পাচ্ছেন তারকারা, সেটাও এখনও স্পষ্ট নয়।

Must read

নয়াদিল্লি: এখনও স্পষ্ট নয় ইডির গতিপ্রকৃতি। কোন কোন বেটিং অ্যাপকে ঘিরে জটিলতা এবং ইডির সমন পাচ্ছেন তারকারা, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি বেটিং অ্যাপ। রামি আর ওয়ান এক্স বেট। রামি আপ রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী এবং সিনেমা জগতের কুশীলবকে। আর দ্বিতীয়টির জন্য ইডির সমন পেয়েছেন ২ টলি-তারকা মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা, প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং, শিখর ধবন, রবিন উথাপ্পা, সুরেশ রায়নার মতো সেলিব্রিটিরা। তালিকায় আছেন অভিনেতা সোনু সুদও। যুবরাজ, উথাপ্পা এবং সোনু সুদকে জিজ্ঞাসাবাদ করার কথা আর্থিক দুর্নীতি আইনে।

আরও পড়ুন-ওয়াকফ আইনে সুপ্রিম-ধাক্কা, তথ্য দিয়ে মোদি সরকারকে এক হাত নিলেন ডেরেক

কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই ধরনের অ্যাপকে কেন্দ্র করা সমস্যাটা কোথায়? কেন এই জিজ্ঞাসাবাদ? আসলে ওয়ান এক্স বেট-সহ আরও বেশ কয়েকটি অ্যাপ মোদি সরকারের সিদ্ধান্তে অবৈধ। ওই ওয়ান এক্স অ্যাপের প্রচারেই অংশ নিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারির সেলিব্রিটিরা, তারকারা। ইডির অভিযোগ অন্তত সেটাই। এখন ইডি জানতে চাইছে, ওয়ান এক্স বেটের সঙ্গে যুবরাজ, উথাপ্পা, সোনু সুদদের ঠিক কী চুক্তি হয়েছিল। লেনদেনই বা হয়েছিল কত। এই বেটিং অ্যাপের বিষয়েই সোমবার জানতে চাওয়া হয়েছিল প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে। মঙ্গলবার এই বিষয়েই প্রশ্ন রাখা হয়েছিল অঙ্কুশের সামনে। লক্ষণীয়, বলিউড-স্টার উর্বশী রৌতেলা তো ওয়ান এক্স বেটে অ্যাপের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ভূমিকায় ছিলেন! ইডির সমন পেয়ে তাঁকে ইতিমধ্যেই একদফা হাজিরা দিতে হয়েছে গত অগাস্টেই।
কিন্তু ওয়ান এক্স বেটিং অ্যাপকে ঘিরে আপত্তিটা কোথায়? আসলে এটি অনলাইনে একটি জুয়া খেলার অ্যাপ। কী অভিযোগ এই অ্যাপের বিরুদ্ধে? কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। শুধুমাত্র অসংখ্য মানুষ এবং বিনিয়োগকারীরাই যে তাদের মারাত্মক প্রতারণার শিকার হয়েছে তা নয়, বিশাল অঙ্কের করফাঁকিরও অভিযোগে বিদ্ধ এরা। এই অ্যাপেরই বিজ্ঞাপনী প্রচারে যেসব তারকা এবং সমাজমাধ্যম প্রভাবীরা অংশ নিয়েছেন, ইডির লক্ষ্য মূলত তাঁরাই। ইডির যুক্তি, এই অনিয়ম বা দুর্নীতির নৈতিক দায়িত্ব কখনওই এড়াতে পারেন না ওই সেলিব্রিটিরা। অ্যাপ কর্তৃপক্ষের দাবি, বিশ্বে বুকমেকার হিসেবে পরিচিত তাদের অ্যাপে হাজারখানেক প্রতিযোগিতামূলক খেলায় বেটিং লড়া যায় ৭০টি ভাষায়। একইভাবে রামি বেটিং অ্যাপেও বিজয় দেবরকোন্ডা, রানা দগগুবাতি, প্রকাশ রাজের মতো দক্ষিণী ফিল্মি স্টারদের জবাব তলব করেছে ইডি। সমন করা হয়েছে ক্রিকেটার হরভজন সিং এবং সুরেশ রায়নাকেও।

Latest article