প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে আরও একশো মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গতকালই মুখ্যমন্ত্রী গোয়ালতোড়ে একটি জার্মান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ১১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন। তারপরই আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও একশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তাই নতুন করে ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রকল্পের মোট খরচ ৬৮০ কোটি টাকা। যার ৩০ শতাংশ অর্থাৎ ২০৫ কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার। বাকি অর্থ জোগাবে সংশ্লিষ্ট জার্মান সংস্থা।
এছাড়া আগামী ৩০ এপ্রিল দিঘায় প্রস্তাবিত জগন্নাথ মন্দিরের হাই ভোল্টেজ উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ১০০র বেশি সিভিক ভলান্টিয়ার জরুরি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতরের এই প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে অর্থ দফতর। এদিন মন্ত্রিসভার বৈঠকেও ওই নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। দিঘায় জগন্নাথধাম উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষেই তাঁদের নিয়োগ হবে। মূলত যান নিয়ন্ত্রণের কাজেই তাঁদের ব্যবহার করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন- জঙ্গিদের জাত-ধর্ম হয় না: মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে পহেলগাঁও-হামলার তীব্র নিন্দা