মোদি জমানায় একবছরেই আত্মহত্যা ১০ হাজারেরও বেশি কৃষিজীবীর

Must read

নয়াদিল্লি: মোদি জামানায় কৃষকদের আর্থিক সংকট কী ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে কেন্দ্রের রিপোর্টেই তা স্পষ্ট। এই ভয়াবহ সংকট থেকে মুক্তি পেতে কৃষিজীবীদের মধ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে আত্মহত্যার প্রবণতা। মাত্র এক বছরে দেশে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ১০ হাজারেরও (10000 farmers committed suicide ) বেশি কৃষক এবং কৃষিশ্রমিক। তাৎপর্যপূর্ণভাবে কৃষকদের এই আত্মহননের সংখ্যার বিচারে দেশের মধ্যে একনম্বরে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র। দ্বিতীয়স্থানে কংগ্রেস শাসিত কর্নাটক এবং তৃতীয় স্থানে মোদিবন্ধু চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশ। আগেও প্রথম এবং দ্বিতীয়স্থানে ছিল যথাক্রমে মহারাষ্ট্র এবং কর্নাটকই। তৃণমূলের বাংলায় কিন্তু কৃষিক্ষেত্রে আত্মহত্যার কোনও ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বা এনসিআরবি-র রিপোর্টেই উঠে এসেছে এই স্পষ্ট তথ্য এবং পরিসংখ্যান। তথ্যের দাবি, ২০২৩ সালে দেশে কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িতে মোট ১০,৭৮৬ জন (10000 farmers committed suicide) বেছে নিয়েছেন আত্মহননের পথ। এরমধ্যে ৪৬৯০ জন কৃষক এবং ৬০৯৬ জন কৃষিশ্রমিক। দেশের মোট আত্মহত্যার সংখ্যার ৬.৩ শতাংশ। সবচেয়ে লক্ষণীয় বিষয়, পুরুষ কৃষিজীবীদের পাশাপাশি নিজেদের জীবনে ইতি টানছেন মহিলা কৃষিজীবীরাও। পরিসংখ্যান বলছে, আত্মহত্যার পথ বেছে নেওয়া কৃষকদের মধ্যে ৪৫৫৩ জন পুরুষ এবং ১৩৭ জন মহিলা। আত্মহননকারী কৃষিশ্রমিকদের মধ্যে ৫৪৩৩ জন পুরুষ এবং ৬৬৩ জন মহিলা। কৃষকদের আত্মহননের পরিসংখ্যানের নিরিখে শীর্ষে থাকা গেরুয়া রাজ্য মহারাষ্ট্রে কৃষকমৃত্যুর সংখ্যা ৪১৫১ জন। কৃষিক্ষেত্রে মোট আত্মহত্যার ৩৮ শতাংশেরও বেশি। কর্নাটকে কৃষকমৃত্যুর সংখ্যা ২৪২৩। অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ৯২৫। খুব পিছিয়ে নেই আর এক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশও। কৃষকমৃত্যুর সংখ্যা এখানে ৭৭৭। তামিলনাড়ুতে ৬৩১।
কিন্তু কেন এভাবে নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কৃষিজীবীরা। বিশেষজ্ঞদের মতে, তুলো এবং আখের উপর অতিনির্ভরশীলতাই সংকট ডেকে আনছে কৃষকদের জীবনে। পর্যাপ্ত লাভের আশায় মোটা অঙ্কের বিনিয়োগে ঝুঁকছেন তাঁরা। এবং এরজন্য মহাজনদের মুখ চেয়ে বসে থাকতে হচ্ছে তাঁদের। চড়া সুদে ঋণ নিচ্ছেন তাঁরা। বোঝা বাড়ছে ঋণের। কিন্তু ফলন আশানুরূপ না হলেই সর্বনাশ। ঋণ শোধ করতে না পেরে কৃষিজীবীরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ।

আরও পড়ুন-বিপর্যয় মোকাবিলায় নয়া পদক্ষেপ, বিশেষ ত্রাণ তহবিল গঠন রাজ্যের

Latest article