৭৫ দিনের সেবাশ্রয়ে উপকৃত হলেন ১২.৩ লক্ষেরও বেশি মানুষ

Must read

প্রতিবেদন : অভূতপূর্ব সাফল্যের নিদর্শন তৈরি করে শেষ হল সেবাশ্রয় (Sebaashray)। উপকৃত হলেন প্রায় ১২.৩ লক্ষ মানুষ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে ৭০ দিন ধরে দুশোরও বেশি ক্যাম্প ও ৫ দিনের মেগা-ক্যাম্প থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে স্বাস্থ্য পরিষেবা। ‘সেবাশ্রয়’ নিশ্চিত করেছে আর্থিক সীমাবদ্ধতা বা দূরত্বের কারণে কেউ যেন প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত না হন। বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে। এছাড়াও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ হার্ট সার্জারি, টিউমার সার্জারি থেকে শুরু করে দুরারোগ্য অস্ত্রোপচারে নতুন জীবন পেয়েছেন বহু মানুষ। শুধু দক্ষিণ ২৪ পরগনাই নয়, দূরদূরান্তের জেলা এমনকী ভিনরাজ্যের মানুষও সেবাশ্রয় শিবির থেকে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। তিন মাস ধরে নিরলসভাবে কাজ করেছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা। ৭৫ দিনের ‍‘সেবাশ্রয়’-এ পরিষেবা পেয়েছেন মোট ১২ লক্ষ ৩৫ হাজার ৭৭৩ জন। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৮ লক্ষ ৯৩ হাজার ১৬২ জন রোগীর। বিনামূল্যে ওষুধ পেয়েছেন ১১ লক্ষ ২২ হাজার ১ জন। ২৯১টি সাধারণ স্বাস্থ্য শিবির ও ২৭০টি মেগাক্যাম্প থেকে মোট ৬ হাজার ৪৭৬ জনকে রেফার করা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন: বিদেশে ফাঁসির অপেক্ষায় ২৫ : কেন্দ্র

Latest article