নয়াদিল্লি: বাংলার শিল্পায়ন নিয়ে মিথ্যাচারের করে রাজনৈতিক ফায়দা লোটার চক্রান্ত করেই চলেছে নির্লজ্জ বিজেপি। অথচ সংসদেই বেআব্রু হয়ে গেল শিল্প-বাণিজ্যক্ষেত্রে মোদি সরকারের অপদার্থতা। খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে স্বীকার করে নিলেন গত ৫ বছরে বন্ধ হয়ে গিয়েছে দেশের ২.০৪ লক্ষ বেসরকারি সংস্থা (private organizations)। এক প্রশ্নের লিখিত উত্তরে বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন গেটে তালা পড়ে যাওয়া সংস্থার সংখ্যা ২,০৪,২৬৮। অর্থাৎ মোদি সরকার মেনে নিল শিল্প-বাণিজ্যক্ষেত্রে তাদের চরম ব্যর্থতার কথা। শুধু বন্ধ হয়ে যাওয়া নয়, বন্ধ সংস্থাগুলোর হাজার হাজার কর্মীর নতুন কর্মসংস্থান বা অর্থনৈতিক পুনর্বাসনের কোনও ভাবনাই যে মোদি সরকারের নেই তাও বলে ফেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন-বন্দে মাতরম-আলোচনা, যুক্তিতর্কে আজ লোকসভায় ঝড় তুলবে তৃণমূল
এদিকে দেশের শিল্পক্ষেত্রে নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে যখন বাংলাকে নিয়ে মিথ্যাচার করছে বিজেপি, ঠিক তখনই রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে বাংলায় শিল্পের প্রকৃত অগ্রগতির ছবি তুলে ধরলেন রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে ১ লক্ষেরও বেশি সংস্থা বাংলায় নথিভুক্ত হয়েছে। অর্থাৎ শিল্পে অগ্রগতি ৮৩ শতাংশ। প্রতিবছরে বাংলার শিল্প মানচিত্রে যুক্ত হচ্ছে ৭৫০০ সংস্থা। ঠিক এই কথাটি রাজ্যসভায় তুলে ধরেছেন তৃণমূল সাংসদ মহম্মদ নাদিমুল হক। তিনি জানিয়েছেন, গত ৫ বছরে ৪০ হাজার সংস্থা রাজ্যে যুক্ত হয়েছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…