চারদিকে অনবরত প্রচণ্ড বিস্ফোরণ, গোলাগুলি চলছে। দাউদাউ করে জ্বলছে বাড়িঘর, দোকানপাট। রাস্তার চারদিকে ইতস্তত ছড়ানো মৃতদেহ। সুদানে (Sudan fighting) সেনা ও আধাসেনার রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। জখম অন্তত ১৮০০। হাসপাতালগুলি আহতের ভিড়ে ভর্তি। দেশে খাদ্য এবং জরুরি প্রয়োজনীয় জিনিসেরও সঙ্কট দেখা দিয়েছে৷ তবে স্থানীয়দের দাবি, হতাহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের থেকে অনেক বেশি। খার্তুমে সেনাপ্রধানের বাড়ির সামনে গোলাগুলি (Sudan fighting) চলেছে। লোকজন ভয়ে ও আতঙ্কে ছুটোছুটি করছে। রাস্তাঘাটে ট্যাঙ্ক, ভারী অস্ত্র, ক্ষেপণাস্ত্র নিয়ে ঘুরছে যুযুধান দুই পক্ষ। আরএসএফ দাবি করেছে, খার্তুম বিমানবন্দরটি তাদের দখলে চলে এসেছে। অন্যদিকে, সুদানের সেনাবাহিনীর প্রধান আবদেল ফতেহ আল বুরহান জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ফের প্রেসিডেন্টের বাসভবনের দখল নেবে সেনাবাহিনী।