বঞ্চিতদের পাওনা মেটাতে ৩০০র বেশি শিবির জেলায়, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

কেন্দ্রীয় বঞ্চনার পরও ১০০ দিনের কাজের টাকা না পাওয়া ২১ লক্ষ ভুক্তভোগীর পাওনা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়া হবে। ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই এই নিয়ে শুরু হয়েছে তৎপরতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে তিনশোরও বেশি শিবির খোলা হচ্ছে। যেখানে বঞ্চিত জবকার্ড হোল্ডাররা প্রয়োজনীয় নথি দেখিয়ে নাম নথিভুক্ত করাতে পারবেন। সকলের সুবিধার জন্য ক্যাম্পগুলি অঞ্চলভিত্তিক করা হবে। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি এই শিবির চলবে। এরপর নথি যাচাই করা হবে। চূড়ান্ত তালিকা তৈরি করে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেবে। তারপরই মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের টাকা পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- উচ্চমাধ্যমিক সংসদের অনলাইন পোর্টাল চালু, মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই নিয়োগ

Latest article