দেশের ২৫টি হাইকোর্টে ৫৯ লক্ষের বেশি মামলা এখন বিচারাধীন

আইনমন্ত্রী রিজিজু বলেছেন, কেন্দ্রীয় সরকার সংবিধানের ২১ ধারা অনুযায়ী মামলার দ্রুত নিষ্পত্তি এবং অনিশ্চিত মামলা কমানোর জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

Must read

নয়াদিল্লি : সব আদালতেই বিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন অসংখ্য মানুষ। বিচারাধীন বন্দির সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্ট। আর এবার সংসদে কেন্দ্রের পেশ করা তথ্যে দেখা যাচ্ছে, দেশের ২৫টি হাইকোর্টে ৫৯ লক্ষের বেশি মামলা বিচারাধীন আছে। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে লিখিত জবাবে একথা জানিয়েছেন আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি আরও বলেছেন, ২৫ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে ৪ জন এবং হাইকোর্টে ৯৬ জন মহিলা বিচারক কর্মরত আছেন।

আরও পড়ুন-বৈদেশিক ঋণ নিয়ে

রিজিজু ২৫টি হাইকোর্টে ৫৯,৫৭,৪৫৪টি বিচারাধীন মামলার একটি রাজ্যভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন। সেই পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে দেশের মধ্যে সবথেকে বেশি ১০,২৬,৪১৭টি বিচারাধীন মামলা রয়েছে। এরপর রয়েছে রাজস্থানের হাইকোর্ট, যেখানে ৬,০৫,২১৫টি মামলা এবং মহারাষ্ট্রের বম্বে হাইকোর্টে ৫,৯২,৫৮৩টি মামলা বিচারাধীন হয়ে আছে। কলকাতা হাইকোর্ট আছে একাদশতম স্থানে। এখানে বিচারাধীন মামলার সংখ্যা ২,১৫,৮৫৯টি। কেন্দ্রের সাফাই, মামলার নিষ্পত্তি করা বিচার বিভাগের কর্তৃত্বের মধ্যে রয়েছে এবং এক্ষেত্রে সরকারের সরাসরি কোনও ভূমিকা নেই।

আরও পড়ুন-কেন্দ্রকে নোটিশ কোর্টের

আইনমন্ত্রী রিজিজু বলেছেন, কেন্দ্রীয় সরকার সংবিধানের ২১ ধারা অনুযায়ী মামলার দ্রুত নিষ্পত্তি এবং অনিশ্চিত মামলা কমানোর জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সরকার বিচার বিভাগের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটি বাস্তুতন্ত্র প্রদানের বেশ কিছু উদ্যোগ নিয়েছে। মন্ত্রী ভার্চুয়াল আদালত, ভিডিও কনফারেন্সিং এবং শূন্যপদ পূরণের মতো বিভিন্ন উদ্যোগের তালিকা দিয়েছেন। অন্য এক প্রশ্নের উত্তরে মন্ত্রী মহিলা বিচারপতিদের সম্পর্কে বিশদ উপস্থাপন করেন। জানান, সুপ্রিম কোর্টে ৪ জন মহিলা বিচারপতি এবং হাইকোর্টগুলিতে ৯৬ জন মহিলা বিচারপতি রয়েছেন।

আরও পড়ুন-কম টাকা বরাদ্দ কেন?

মহিলা বিচারপতিদের মধ্যে এক-চতুর্থাংশ দিল্লি এবং মাদ্রাজ হাইকোর্টে আছেন, প্রতিটিতে ১২ জন করে। তেলেঙ্গানায় ৯ জন মহিলা বিচারপতি রয়েছেন, বম্বেতে ৮ জন এবং কলকাতা এবং পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ৭ জন করে মহিলা বিচারপতি রয়েছেন। পাঁচটি হাইকোর্ট — মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, পাটনা এবং উত্তরাখণ্ডে একজনও মহিলা বিচারপতি নেই।

Latest article