নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্যজুড়ে এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসারকে (BLO) কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় থেকে শুরু করে ১৭ অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দেননি। তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। নোটিসের জবাব সন্তোষজনক না হলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট করেছে।
আরও পড়ুন- লক্ষ্য তরুণ প্রজন্মের ক্রেতাদের সঙ্গে সংযোগ, মার্কেটিংয়ে বিশেষ জোর বিশ্ব বাংলার
শীঘ্রই দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী -এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি তৈরি হওয়ায় কমিশন রাজ্যের উপর কড়া নজরদারি শুরু করেছে। আজ ও আগামী কাল বিহার ছাড়া অন্যান্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে কমিশনের জরুরি বৈঠক হবে। সেখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, ওই আইনের অধীনে প্রত্যেক সরকারি কর্মচারীকে কমিশনের নির্ধারিত দায়িত্ব পালন করতে বাধ্য। তা লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের (BLO) অনুপস্থিতি বা প্রশিক্ষণে অনীহা নিয়ে কমিশন উদ্বিগ্ন।