মাহেশের টানে লক্ষ মানুষ

Must read

সংবাদদাতা, হুগলি : আজ রথযাত্রা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হয় হুগলির মাহেশে (Hooghly Mahesh)। জি টি রোডের ধারে ৬০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে আজও উজ্জ্বল মাহেশের (Hooghly Mahesh) মন্দির। রথযাত্রা উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দিরে। ছয় শতকের বেশি সময় ধরে মাহেশে পুজিত হয়ে আসছেন প্রভু জগন্নাথ, পরে মন্দির প্রতিষ্ঠা হয়। মাহেশের জগন্নাথ মন্দিরেও ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় জগন্নাথদেবকে। এবছর মাহেশের রথযাত্রা পা দিল ৬২৯ বছরে। আর মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স ১৩৮ বছর, তার আগে ছিল কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার। মাহেশের রথযাত্রায় প্রতিবারের মতোই এবারও লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন। পুলিশ প্রশাসনের তরফেও নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- কেরলে বাংলার ৩ শ্রমিকের মৃত্যু

Latest article