সংবাদদাতা, বীরভূম : ‘কন্যাশ্রী’র সুফল পাচ্ছে বীরভূম জেলাও। বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত অর্থ বর্ষ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রূপশ্রী পেয়েছেন ১৬,৪৩৩ জন। কন্যাশ্রীর ক্ষেত্রে সংখ্যাটি ১ লক্ষ ৩ হাজার ৬০৯ জন। কন্যাশ্রী যে খুব ভাল চলছে, তা বোঝা যাচ্ছে দুয়ারে সরকার শিবিরে সেরকম ভিড় চোখে না পড়ায়। এক সরকারি আধিকারিক জানান, স্কুল থেকেই সরাসরি কন্যাশ্রী হয়ে যাওয়ায় ভিড় কমছে।
আরও পড়ুন-বিরোধী দলনেতার প্রতি অসন্তোষ ক্রমশ তীব্র হচ্ছে, নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন
১৮ থেকে ১৯ বছরের মেয়েদের ক্ষেত্রে কে টু-র ক্ষেত্রে ২৫ হাজার টাকা সরকারি সাহায্য পেয়েছে পড়ুয়ারা। যার সংখ্যা ২০ হাজার ২৫৮ জন। এর ফলে জেলায় বাল্যবিবাহ কমেছে। স্কুলছুটও কমেছে। কোভিড-কালে বাল্যবিবাহের হার একটু বেড়ে যায়। তবে কন্যাশ্রী সরাসরি স্কুল থেকেই হয়। রূপশ্রী বিডিও অফিস থেকে। সিউড়ি মহকুমাশাসক অনির্বাণ সরকার বলেন, ‘আমি আজকেই মহম্মদবাজার দুয়ারে সরকার পরিদর্শন করে এলাম। কন্যাশ্রী টেবিলে ভিড় নেই। এগুলো স্কুল থেকেই খুব ভালভাবে হচ্ছে। তাই ভিড় কম। মানুষকে সচেতন করে, নাবালিকা বিয়ে আটকে এবং পড়াশোনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প জেলায় মেয়েদের দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।’