মেঘালয়ে বিজেপির চেয়ে বেশি তৃণমূল

উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হল বৃহস্পতিবার।

Must read

প্রতিবেদন : উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হল বৃহস্পতিবার। একই সঙ্গে মহারাষ্ট্রে দু’টি এবং পশ্চিমবঙ্গের একটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলও ঘোষিত হয়েছে। এই তিন রাজ্যের মধ্যে মেঘালয়ে নজরকাড়া ফল করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমবার নির্বাচনে লড়তে নেমেই বিজেপিকে বেশ খানিকটা পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এ রাজ্যে পাঁচটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-কেন্দ্রের প্রস্তাব নাকচ করে আদানিকাণ্ডে বিশেষজ্ঞ কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

ত্রিপুরায় বিজেপির ফল গতবারের থেকে খারাপ হয়েছে৷ তারা ৩৩টি আসন পেয়েছে। এই রাজ্যে বাম কংগ্রেস জোট ১৪ এবং তিপ্রামথা ১৩টি আসন পেয়েছে। নাগাল্যান্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ফের ক্ষমতায় ফিরছে বলে আভাস মিলেছে। মহারাষ্ট্রের দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। দু’টি আসনই ছিল বিজেপির দখলে। এর মধ্যে কসবা পেঠ আসনটি বিজেপির থেকে এসেছে কংগ্রেসের দখলে। বাংলায় মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে জয়ী কংগ্রেস৷

Latest article