দুবাই : প্রত্যাশিতভাবেই ইয়ন মর্গ্যান এখন তাঁর বোলারদের প্রশংসায় পঞ্চমুখ। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর তিনি বলেছেন, ইংলিশ বোলাররা বিভিন্ন পরিবেশে চমৎকার লেংথে বল করছেন। উইকেট যেমনই হোক না কেন, নিজেদের সেরাটা বের করে আনছেন।
আরও পড়ুন-বিপ্লব দেব এখন বিগ-ফ্লপ-দেবে পরিণত হয়েছেন, তীব্র আক্রমণ অভিষেকের
টানা তিনটি ম্যাচ জিতে ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের শেষ চারে নিজেদের জায়গা কার্যত নিশ্চিত করে ফেলেছে। বেন স্টোকস থেকে মাইকেল ভন, সবাই এই ইংল্যান্ড দলকে নিয়ে উচ্ছ্বসিত। এরমধ্যে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারানোর পর ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান নিজের বোলারদের প্রশংসায় ভরিয়ে দেন। তবে এটা খুব স্বাভাবিক। কারণ, অস্ট্রেলিয়াকে ১২৫ রানে আটকে দেওয়া চাট্টিখানি ব্যাপার নয়। দুই পেসার ক্রিস ওকস ও ক্রিস জর্ডন যথাক্রমে দুই ও তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ভেঙেছেন। অ্যারন ফিঞ্চ ছাড়া কেউ এই বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি।
মর্গ্যান বলেন, ‘‘আমাদের বোলাররা জানে পরিস্থিতি যাই হোক না কেন, একজন-দু’জনকে এগিয়ে আসতে হবে। ওরা সেটাই করছে। একেবারে পরিকল্পনা অনুযায়ী বল করছে। দেশের বাইরে এরকম পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রথম দুটো ম্যাচে সেটা একটা পরীক্ষা ছিল। তারপর এই অস্ট্রেলিয়া ম্যাচ। ছেলেরা এই পরীক্ষায় দারুণভাবে পাস করেছে।”
আরও পড়ুন-ডিসেম্বরে নেত্রীকে নিয়ে আগরতলায় সভা করব: অভিষেক বন্দ্যোপাধ্যায়
আগের দুই ম্যাচে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ এবং বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে। মর্গ্যান বলেছেন, ‘‘আমাদের ওপেনাররা ভাল ফর্মে আছে। আর আমরা সব দলকেই সমান গুরুত্ব দিচ্ছি। কারণ এটা বিশ্বকাপ। সব দলই তৈরি হয়ে এসেছে। আমরা এখান থেকে শারজা যাব। ওখানে পাঁচদিনে দুটি ম্যাচ খেলতে হবে।” এদিকে, অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ মেনে নেন, শুরুতে পরপর ক’টা উইকেট হারিয়ে তাঁরা চেপে পড়ে গিয়েছিলেন। এরপর আর বোলারদের ডিফেন্ড করার মতো রান বোর্ডে তুলে দিতে পারেননি। “তবে এখন সামনে ক’টা দিন বিশ্রাম আছে। রিচার্জ হয়ে বাংলাদেশ ম্যাচে ফিরব।”
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…