সুমন তালুকদার, বারাসত: বারাসতের কালীপুজোর অন্যতম নাম পাইওনিয়ার অ্যাথলেটিকস ক্লাব। এবার ৪৭ বর্ষে। তৈরি করছে উত্তর আফ্রিকার মরক্কো শহরের কাশবা টাওয়ার। প্রধান উদ্যোক্তা তথা বারাসত ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পাল জানালেন, মণ্ডপ ৭০ ফুট উঁচু, ৩২২ ফুট চওড়া। তৈরি হচ্ছে কাঠ, প্লাই, ফাইবার, লোহার পাত, প্লাস্টার অফ প্যারিস দিয়ে।
আরও পড়ুন-পঞ্চায়েতরাজের ত্রিস্তরে আসনবৃদ্ধি
ভেতরে থাকছে রঙিন ওড়নার কারুকাজ। বাইরে বিশালাকৃতির কামান। পুকুরের উপর দিয়েই মণ্ডপে প্রবেশ করবেন দর্শনার্থীরা। পুকুরে থাকবে ড্যান্সিং ফোয়ারা। প্রতিমা কৃষ্ণনগরের, ১৬ ফুট উঁচু। একদিকে থাকছে কৃষ্ণ ও মা যশোদার মাতৃস্নেহের রূপ, অন্যদিকে শিবপার্বতীর পৌরাণিক গাথা। আলোকসজ্জা চন্দননগরের। ৪০ ফুটের দুটি বড় আলোর তোরণ থাকছে। মাঠে মেলাও বসছে। শিশুদের জন্য থাকছে রাইড, বড়দের জন্যও। থাকছে খাবারের দোকান।