ছাব্বিশের পর বিজেপিকে দূরবিনেও খুঁজে পাওয়া যাবে না : মোশারফ

Must read

প্রতিবেদন : বাংলায় কংগ্রেস-সিপিএমকে এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়। ২০২৬-এর পর বিজেপিকে দূরবিন কেন কোনও যন্ত্র দিয়েই খুঁজে পাওয়া যাবে না। শনিবার ডোরিনা ক্রসিংয়ে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে বলে দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন (Mosarraf Hossain)। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডোরিনা ক্রসিংয়ে প্রতিদিন ধরনা-কর্মসূচি চলছে। এদিন সংখ্যালঘু সেলের ধরনা-কর্মসূচিতে উপচে-পড়া ভিড় ছিল। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি-সহ নেতৃত্বরা।

আরও পড়ুন- রাজস্থানে বাড়ি ভেঙে মৃত বাংলার ২, শোকের ছায়া বর্ধমানে

বিজেপির ভাষাসন্ত্রাস ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ধুয়ে দেন মোশারফ (Mosarraf Hossain)। তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলাকে তুলে রেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে বাংলা আজ উন্নয়নের সোপানে চলেছে। বিজেপি বহু চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসকে মা-মাটি-মানুষের সরকারকে দমাতে পারেনি। ২০২৬-এও পারবে না। তাই আমাদের আরও সংঘবদ্ধভাবে মজবুত হয়ে মাঠে নামতে হবে। প্রয়োজনে মাথায় কাফন বেঁধে নামতে হবে যাতে বিজেপি এক ইঞ্চি জায়গা এখানে না পায়। যেভাবে বাংলার শ্রমিকদের ওরা অত্যাচার করছে বিভিন্ন রাজ্যে, মেরে ফেলছে তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের দেখানো পথেই আমরাও রাস্তায় নেমে প্রতিবাদে আছি। থাকব। আমাদের সম্প্রীতির বাংলায় কোনওরকম ভেদাভেদের রাজনীতি আমরা সহ্য করব না। এদিন মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও।

Latest article