ড্রোনে মশা নিধন অভিযান

বহুতল বা আবাসনের পাশের ফাঁকা জমিতে জঞ্জাল ফেললে বহুতলের আবাসিক এবং জমির মালিক— দু’পক্ষকেই নোটিশ পাঠাবে পুরসভা।

Must read

প্রতিবেদন : পুজোর মুখে মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। কারণ, কলকাতা জুড়ে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকাতা পুরসভা সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে এখনও অবধি মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৬৪। ম্যালেরিয়া আক্রান্ত ৩ হাজারের বেশি। ডেঙ্গুর প্রকোপ বেশি ৮১, ৮২ ও ১০৬ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুন-বিদেশি অতিথিদের জন্য হোম-স্টে

প্রধানত টালি নালার দু’পাশের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেশি। এই পরিস্থিতিতে পুরসভার স্বাস্থ্য, নিকাশি-সহ সব বিভাগের আধিকারিক এবং প্রত্যেক বরোর স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত হয়, পুরসভার সমস্ত বিভাগের ১০০ দিনের কর্মীদের ১৪৪টি ওয়ার্ডেই ডেঙ্গু মোকাবিলায় কাজে লাগানো হবে। টালি নালার দু’ধারে জমে থাকা জঞ্জাল পরিষ্কার করতে নৌকা নামানো হবে। যেখানে যাওয়া যাবে না, সেখানে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে মশা প্রতিরোধক। কারও জমি পরিষ্কার না থাকলে, সাফাইয়ের খরচ দিলে পুরসভা তা করে দেবে। বহুতল বা আবাসনের পাশের ফাঁকা জমিতে জঞ্জাল ফেললে বহুতলের আবাসিক এবং জমির মালিক— দু’পক্ষকেই নোটিশ পাঠাবে পুরসভা।

Latest article