প্রতিবেদন : মনোনয়ন (Panchayat Election- Nomination) জমা দেওয়া নিয়ে মিথ্যে বলছে বিরোধীরা। অশান্তির কথা বলে হাওয়া গরম করছে। এখনও পর্যন্ত সব থেকে বেশি মনোনয়ন তো বিরোধীরাই দিয়েছে। কেউ ওদের বাধা দেয়নি। ৮০ হাজার মনোনয়ন জমা দিয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস দিয়েছে ১০ হাজার। বিরোধীদের কুৎসা ও কুযুক্তি উড়িয়ে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জনসংযোগের মাঝেই তিনি বলেন, বিরোধীরাই বেশি মনোনয়নপত্র (Panchayat Election- Nomination) জমা দিয়েছে। তাদের কেউ বাধা দেয়নি। ফলে তারা যে অভিযোগ করছে তা সত্য নয়। তাঁর কথায়, এখনও অবধি যা মনোনয়ন জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে বিরোধীদের মনোনয়ন ভালই জমা পড়ছে৷ তাহলে বাধা দেওয়ার এত অভিযোগ কী করে ওরা বলে? আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি৷ আজ ও আগামিকাল আমরা আমাদের মনোনয়ন জমা দেব। অভিষেকের সংযোজন, বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক। নবজোয়ার যাত্রায় শেষ পর্যায়ে এখন দক্ষিণ ২৪ পরগনায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জয়নগরের মজিলপুরে একটি রক্তদান শিবির পরিদর্শনে যান অভিষেক। সেখানে রক্তদান করেন। আজ রাত্রিবাস রায়দিঘিতে। আগামী ১৬ জুন দু’মাস ব্যাপী এই নবজোয়ার কর্মসূচির শেষ দিন। ওই দিন কাকদ্বীপে উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ’৯৮-এ নিখোঁজ কর্মীর স্ত্রীও এবার প্রার্থী, উৎসবের মেজাজে তৃণমূলের মনোনয়ন