চেন্নাই, ২৬ এপ্রিল : আরও একটা হার। আইপিএলের প্লে-অফে ওঠার স্বপ্ন কার্যত শেষ চেন্নাই সুপার কিংসের। ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে সিএসকে। আর এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাটারদের দিকেই আঙুল তুললেন মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন-কোটলার ২২ গজে বিরাট-রাহুল দ্বৈরথ
সিএসকে অধিনায়কের বক্তব্য, ‘‘আইপিএলের মতো টুর্নামেন্টে একটা বা দুটো সমস্যা হলে সামলে নেওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্রিকেটারই যদি একসঙ্গে ব্যর্থ হয়, তখন বড় সমস্যা তৈরি হয়। কিছু কিছু জায়গায় বদল করা সম্ভব। সবাই ভাল খেললে, বাকিদেরও দেখে নেওয়ার সুযোগ থাকে। তাতে কোনও সমস্যা হয় না। কিন্তু একই সঙ্গে চার-পাঁচজন ব্যর্থ হলে কাজটা কঠিন হয়ে দাঁড়ায়। তখন দলে বদল করতেই হয়।’’
হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র ১৫৪ রান তুলেছিল সিএসকে। ধোনি বলছেন, ‘‘ব্যাটাররা একেবারেই রান করতে পারছে না। ব্যাটিংয়ের সময় পরপর উইকেট হারাচ্ছি আমরা। এই পিচে ১৫৪ রান কখনও যথেষ্ট ছিল না। বল খুব বেশি ঘুরছিল না। পেসাররাও পিচ থেকে বাড়তি কোনও সাহায্য পায়নি। তাই আমাদের আরও রান করা উচিত ছিল। বলছি না যে, প্রতি ম্যাচেই ১৮০ বা ২০০ রান তুলতে হবে। কিন্তু পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের ধরন পাল্টে স্কোর বোর্ডে লড়াই করার মতো রান তো ব্যাটারদের তুলতেই হবে। মাঝের ওভারগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই জায়গায় আমাদের উন্নতি করতেই হবে।’’