গরমে এগোচ্ছে অধিকাংশ স্কুলের সময়

জানা গিয়েছে, রাজ্যে জুড়ে প্রায় ৪০ হাজার স্কুলে অন্তত জুন মাসটা সকাল ৭ টা বা সকাল ৭.৩০ থেকে শুরু হবে ক্লাস।

Must read

প্রতিবেদন : ১০ জুন থেকে স্কুল খুললেও তীব্র গরমের কারণে স্কুলে যেতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। প্রয়োজনে স্কুলের সময় এগিয়ে আনার কথাও বলা হয়েছিল। এবার সেই মতোই স্কুলের সময়সীমা এগিয়ে আনা হচ্ছে। অন্তত জুন মাসে রাজ্যের ৬০ শতাংশ স্কুল সকালের দিকে এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন-রবির স্মৃতিতে হাওয়া অফিসে মুক্তধারা মুক্তমঞ্চ

জানা গিয়েছে, রাজ্যে জুড়ে প্রায় ৪০ হাজার স্কুলে অন্তত জুন মাসটা সকাল ৭ টা বা সকাল ৭.৩০ থেকে শুরু হবে ক্লাস। স্কুল শিক্ষা দপ্তরের কাছে রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। সেখানে বলা হয়েছে রাজ্যের অধিকাংশ স্কুলই সকালের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে পক্ষপাতি স্কুল কর্তৃপক্ষ। সকালে স্কুল ঠিকমতো হচ্ছে কিনা সেই বিষয়ে স্কুলে গিয়ে নজরদারি চালাবে স্কুল পরিদর্শকরা। শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, গোটা জুন মাস স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি। প্রয়োজনে স্কুলের সময় সকালে করতে পারবে স্কুলগুলি। স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে স্কুলের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তবে স্কুলের সময় পরিবর্তনের কারণে যাতে পঠন পাঠনে কোনও রকম ক্ষতি না হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।রাজ্যে বর্তমানে ৬৪ হাজার স্কুল। তার মধ্য প্রাথমিক স্কুল ৫০ হাজার, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল ১৪ হাজার।

Latest article