গর্তে-পড়া শাবককে তুলল মা ও আরেক সঙ্গী

দীর্ঘ চেষ্টার পর অবশেষে শাবকটি উপরে উঠে আসে। পরে দলের সঙ্গে মিলেই নিরাপদে পিচ রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকে যায় হাতির দল।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : মাতৃপ্রেম ও দায়িত্ববোধে হাতিও কম যায় না। সমাজবদ্ধ এই প্রাণী আবারও প্রমাণ করল, তাদের দলগত দায়িত্ববোধও। সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙা এলাকার ডিগারবাঁধে চোখে পড়ল এক বিরল দৃশ্য। ধানের খেত পেরিয়ে পিচ রাস্তায় উঠতে গিয়ে হঠাৎ গড়িয়ে নিচে পড়ে যায় একটি হাতির শাবক।

আরও পড়ুন-পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড-সহ বিপর্যস্ত উত্তর ভারত, শতাধিক মৃত্যু, সাতদিনের সতর্কতা জারি করল আইএমডি

মুহূর্তে উদ্বেগ ছড়ায় দলের মধ্যে। দলের সঙ্গেই ছিল শাবকের মা এবং আরেক পূর্ণবয়স্ক হাতি। নিচে থেকে মা হাতি প্রাণপণে শাবককে ঠেলে তুলতে থাকে, আর উপরে থাকা হাতি পা দিয়ে টেনে শাবকটিকে তুলতে চেষ্টা করতে থাকে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে শাবকটি উপরে উঠে আসে। পরে দলের সঙ্গে মিলেই নিরাপদে পিচ রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকে যায় হাতির দল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে প্রায় ১৩-১৪টি হাতি ঝাড়গ্রামের ডিগারবাঁধের দিক থেকে ধানের খেত পেরিয়ে হাঁড়িভাঙার জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময়ই ঘটে এই ঘটনা। হাতির দলে বেশ কয়েকটি শাবকও ছিল। ঘটনাটি গ্রামবাসীর ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শাবক উদ্ধারের দৃশ্য যেন পরিবার ও সমাজের প্রতি হাতির দায়িত্ববোধের এক অনন্য নজির।

Latest article