সংবাদদাতা, খেজুরি : বেয়াদপ গদ্দারের বেপরোয়া গাড়ি। কনভয়ের ধাক্কায় গুরুতর জখম মা ও শিশু। শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত ন্যূনতম দুঃখও প্রকাশ করেনি নির্লজ্জ গদ্দার। আগেও একাধিকবার গদ্দারের কনভয়ের ধাক্কায় আহত হয়েছেন সাধারণ মানুষ। ফের একবার বেপরোয়া গতির কনভয়ের ধাক্কায় আহত হলেন মা ও শিশু।
আরও পড়ুন-বাংলার ভূয়সী প্রশংসায় অর্থনীতিবিদ মৈত্রীশ
ইতিমধ্যে খেজুরি থানার হেঁড়িয়া আউটপোস্টে এক ব্যক্তি লিখিত অভিযোগ জমা করেছেন। তদন্তও শুরু হয়েছে। খেজুরির হেঁড়িয়া মোড় এলাকায় শুক্রবার ভরদুপুরে গদ্দারের কনভয় দ্রুত গতিতে কাঁথি থেকে তমলুকের দিকে যাচ্ছিল। সেইসময় সন্তান কোলে এক মহিলা রাস্তা পার হচ্ছিলেন। গদ্দারের গাড়ি বিন্দুমাত্র গতি না কমিয়ে তুলসী মাইতি ও তাঁর চার বছরের বাচ্চাকে সজোরে ধাক্কা মারে। দু’জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হেঁড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের বাড়ি পটাশপুর থানার চকপদু গ্রামে।

