কল্যাণীতে (Nodia Murder) মারাত্মক কাণ্ড। ৬ মাসের শিশুকে খুন করার পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা!খবর জানাজানি হতেই রীতিমতো শিউরে উঠছেন নদিয়ার কল্যাণী থানার সগুনা তেলিগাছার বাসিন্দারা। এও কি সম্ভব? অভিযুক্ত বধূর নাম রূপা ঘোষ। তাঁর স্বামীর নাম সোমনাথ ঘোষ,পেশায় জলের ব্যবসায়ী। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন- ১০৯ প্রসূতি উদ্ধার, ৬৪ জনের নিরাপদ ডেলিভারি করিয়ে হিরো স্বাস্থ্য দফতর
বছর তিনেক আগে সোমনাথের সঙ্গে বিয়ে হয় রূপার। দাম্পত্য খুব একটা সুখের ছিল না। পাড়ার লোকেরা বলছেন দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। এটি অভিযুক্ত মহিলার দ্বিতীয় বিয়ে ছিল। শুক্রবার রাতে সোমনাথকে আচমকাই ছেলে চুরি যাওয়ার কথা জানান রূপা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ প্রাথমিক তদন্ত নেমে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনিও অসংলগ্ন কথা বলতে শুরু করেন। সন্দেহ দানা বাঁধে। এরপরই পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় রূপা। এরপরই বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় শিশুর দেহ (Nodia Murder)। কেন এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত তা স্পষ্ট নয়।