লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটতেই দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)। আমূল সারা দেশে তাঁদের দুধের দাম বাড়িয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে ৩ জুন থেকেই। এবার লিটার প্রতি ২ টাকা বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। তবে আচমকা কী কারণে এই দাম বৃদ্ধি সেটাও জানানো হয়েছে সংস্থার তরফে।
মাদার ডেয়ারির (Mother Dairy) তরফে জানানো হয়েছে, গত ১৫ মাসে প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এবং সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। তাই বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সোমবার থেকেই দেশ জুড়ে নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন- একই ঘটনা পরপর! ফের ৭ দিন ধরে আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া
দিল্লি-এনসিআরে মাদার ডেয়ারির ‘ফুল ক্রিম’ দুধের দাম এখন থেকে লিটার প্রতি ৬৮ টাকা, ‘টোনড’ দুধ লিটার প্রতি ৫৬ টাকা এবং ‘ডাবল-টোনড’ দুধ লিটার প্রতি ৫০ টাকা হল। সোমবার থেকে আমূলের ৫০০ মিলিলিটারের মহিষের দুধ, আমূল গোল্ড এবং আমূল শক্তির দাম যথাক্রমে ৩৬ টাকা, ৩৩ টাকা এবং ৩০ টাকা হয়েছে।