মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি, মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মন্ত্রীর

Must read

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি (Banglar dairy)। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মাদার ডেয়ারি কলকাতার মার্জার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদার ডেয়ারি কলকাতা পুরোপুরি ‘বাংলার ডেয়ারি’-র সঙ্গে মিশে গেল বলে জানান চন্দ্রিমা।

আরও পড়ুন- দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, রফির জন্মবার্ষিকীতে স্মরণ

২০২১ সালে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মাদার ডেয়ারিকে বাংলার ডেয়ারি (Banglar dairy) করার কথা। সাফ জানিয়েছিলেন, “মাদার ডেয়ারি বাংলার সংস্থা নোয়। বাংলার গরুরা দুধ দেয়, চাষিরা দুধ উৎপাদন করেন, তাহলে বাঙ্গা ডেয়ারি নাম রাখা হবে না কেন?” তারপর আজ বুধবার মাদার ডেয়ারির সঙ্গে বাংলার ডেয়ারির জুড়ে যাওয়ার কথা জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Latest article