গ্রামীণ স্বাস্থ্য গবেষণায় মউ চুক্তি

গ্রামীণ স্বাস্থ্য গবেষণায় খুলে গেল নতুন দিগন্ত। আইসিএমআরের সঙ্গে মউ স্বাক্ষর হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : গ্রামীণ স্বাস্থ্য গবেষণায় খুলে গেল নতুন দিগন্ত। আইসিএমআরের সঙ্গে মউ স্বাক্ষর হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। চুক্তিপত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহা স্বাক্ষর করেন। এদিনই এই চুক্তিপত্র নাইসেড দিল্লি নিয়ে চলে যায়।

আরও পড়ুন-১০০ শ্রমিক গর্জে উঠলেন পদযাত্রায়

হাসপাতালে তৈরি হবে মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট। এই লক্ষ্যে শুক্রবার মউ সই হয়েছে। এই প্রকল্পের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর প্রথম ধাপে প্রায় চার কোটি টাকা বরাদ্দ করেছে। উত্তরবঙ্গ মেডিক্যালে আইসিএমআর এবং নাইসেড আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের ওএসডি ডাঃ সুশান্ত রায়। তিনি জানান, গ্রামীণ স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে এই রিসার্চ ইউনিট কাজ করবে। দুই থেকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় লোক নিয়োগ করে ইউনিটটি চালু করে দেওয়া হবে।

Latest article