সংবাদদাতা, নিউ ব্যারাকপুর : ২০ বছরের শৃঙ্গ জয়ের অভিজ্ঞতা এক নিমেষেই শেষ। তুষার ধসে মৃত্যু হল বছর ৪২-এর সন্দীপ সরকারের। খবর আসতেই শোকের ছায়া এলাকা জুড়ে। উত্তরকাশীর দ্রপতিকা ভান্ডা-২ শৃঙ্গ জয় করে ফিরে আসার পথে সামিট ক্যাম্প থেকে মাত্র ১০০ মিটার দূরে তুষার ধসে মৃত্যু হয়। নিউ ব্যারাকপুরের কামারগাতি এলাকায় বাড়ি সন্দীপ সরকারের।
আরও পড়ুন-প্রয়াত মুলায়ম সিং যাদব, শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সোমবার পরিবারের সঙ্গে কথা বলতে আসেন জেলাশাসকের দফতর থেকে আধিকারিকরা। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্দীপের দেহ পৌঁছবে দমদম বিমানবন্দরে। দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন শৃঙ্গ জয়ের নেশায় ট্রেকিং করে আসছেন সন্দীপ। কিন্তু শেষ পর্যন্ত এই পরিণতি হবে কেউ ভাবতেই পারছে না। আগামী ১২ অক্টোবর দিল্লি থেকে বিমানে বাড়ি ফেরার কথা ছিল। গত ১১ সেপ্টেম্বর ৪১ জন রওনা দিয়েছিল উত্তরকাশীতে। যার মধ্যে তুষার ঝড়ে অধিকাংশই হারিয়ে যায়। ৯ জন জীবিত অবস্থায় উদ্ধার হয়।
আরও পড়ুন-কালীপুজো ও দিওয়ালিতে সারাদেশ জুড়ে নাশকতার আশঙ্কা! তালিকায় বাদ নেই কলকাতাও
যারা বর্তমানে প্রত্যেকেই মৃত্যুর সঙ্গে মৃত্যুর লড়ছেন। বাকি সকলেই মৃত বলে জানা গিয়েছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের ৩ জন। পরিবারের কাছে মৃত্যুর খবর আসে গত ৫ তারিখ। তারপর থেকেই পরিবার যোগাযোগ করার চেষ্টা করে। অবশেষে আজ সন্দীপ সরকারের মৃতদেহ নিয়ে আসা হচ্ছে তার বাড়িতে।