সংবাদদাতা, মালদহ : পিরান-ই-পিরের মাজারে চাদর চড়িয়ে ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নুর। ইংরেজবাজারের ওই মাজারে গিয়ে দলীয় প্রার্থীদের জয়ী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন ও চাদর চড়ান তিনি। মৌসমের সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিভা সিং, জেলা পরিষদের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এরপর তিনি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন।
আরও পড়ুন-রাজ্যপালের বই, প্রতিবাদে রাজভবনে চিঠি তৃণমূলের
পাশাপাশি কর্মী-সমর্থকদের নিয়ে বুথভিত্তিক কর্মিসভাও করেন তিনি। সংসদকে কাছে পেয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে নামের দলের কর্মী-সমর্থকরা। এমনকী দলীয় প্রার্থীদের নিয়ে সাংসদ একটি মিছিলও করেন। তার মাঝেই কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলির কথা জনমানসে তুলে ধরে প্রচারে ঝড় তোলেন সাংসদ মৌসম নুর। বিরোধীদের চক্রান্তকে ব্যর্থ করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার উন্নয়নের জন্য যে তৎপর তার অসংখ্য উদাহরণ তুলে ধরেন মৌসম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিরোধীরা যতই চক্রান্ত করুক, মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন।