বর্ধমান হাসপাতালে নিয়ন্ত্রণ হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের গতিবিধি

আরজি কর কাণ্ডের জেরে এবার সিভিক ভলেন্টিয়ারদের গতিবিধি বেঁধে দিতে চাইছেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Must read

সংবাদদাতা, বর্ধমান : আরজি কর কাণ্ডের জেরে এবার সিভিক ভলেন্টিয়ারদের গতিবিধি বেঁধে দিতে চাইছেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে হাসপাতালে নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ডিএসপি বর্ধমান সদর এবং বর্ধমান থানার আইসি হাসপাতালে নিরাপত্তা খতিয়ে দেখতে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, মদ্যপ অবস্থায় কেউ হাসপাতালে ঢুকছে কিনা তা পরীক্ষার জন্য যন্ত্র বসানো হবে। হাসপাতালে কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের অবাধ যাতায়াত নিয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন-আনোয়ারের মুখে ডার্বি

কেবলমাত্র নির্দিষ্ট জায়গা পর্যন্ত তাঁরা যেতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জরুরি বিভাগ বা ওয়ার্ডের ভিতরে সুরক্ষা সামলাবেন নিজস্ব নিরাপত্তারক্ষীরা। সিভিক ভলেন্টিয়ারের জন্য নির্দিষ্ট করা হচ্ছে পোশাক এবং পরিচয়পত্র। উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের পর জেলা পুলিশ হাসপাতালকে আরও ১০টি সিভিক ভলেন্টিয়ার দিয়েছে। যেসব জায়গায় নিরাপত্তার অভাব ছিল, সেখানে তাঁদের নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হচ্ছে সুপার স্পেশালিটি অনাময় হাসপাতালের সুরক্ষাও। কর্মীদের অবাঞ্ছিত ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বর্ধমান দক্ষিণের বিধায়কের তহবিল থেকে বসানো হচ্ছে আরও সিসি টিভি।

Latest article