বঙ্গ

স্পেশাল ২৬ কায়দায় লুঠ, ধরল সেই পুলিশই

প্রতিবেদন : এ যেন এক্কেবারে অক্ষয় কুমার অভিনীত ছবি স্পেশাল ২৬-এর পার্ট ২। সেই একই কায়দায় রেইড। তবে সিবিআইয়ের বদলে ইনকাম ট্যাক্স রেইড। আর তাতেই কেল্লা ফতে। যদিও ব্যবসায়ী গৃহকর্তার সন্দেহ হওয়ায় পুলিশে খবর যাওয়ায় ধরা পড়ে গিয়েছে পুরো গ্যাং। পুরুলিয়ার এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। তবে রাজ্য পুলিশের তৎপরতা প্রশংসার দাবি রাখে। ঘটনার খবর পাওয়ার পর অ্যাকশনে নামায় ভুয়ো আয়কর অফিসারদের বমাল পাকড়াও করা গিয়েছে। ৫ জনের এই গ্যাংয়ের মধ্যে দু’জন মহিলা। ঝাড়খণ্ডের এই গ্যাংয়ের একজন নিজেকে সিআরপিএফ বলে দাবি করেছে।

আরও পড়ুন-বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের

পুরুলিয়া জেলা পুলিশ সবটা খতিয়ে দেখছে। ঘটনায় যুক্ত আরও কয়েকজন চিহ্নিত হয়েছে। তাদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। ঘটনার বারো দিনের মধ্যেই এসেছে এই বিশাল সাফল্য। রবিবার সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত ৮ এপ্রিল রাতে কোটশিলা থানার বামনিয়া গ্রামে বিড়ি ব্যবসায়ী কিরীটি কুমারের বাড়িতে আয়কর অফিসার পরিচয় দিয়ে কয়েকজন ডাকাত চড়াও হয়। তল্লাশির নামে বাড়ি থেকে তারা নগদ সাড়ে সাত লক্ষ টাকা ও সোনা, রুপোর গয়না নিয়ে যায়। ব্যবসায়ীর এক কর্মীকে গ্রেফতার করার নামে তুলে নিয়ে যায় তারা। নিয়ে যায় একটি স্করপিও গাড়িও। রাতেই ঝাড়খণ্ডের জোনা এলাকায় সঙ্গে নিয়ে যাওয়া ব্যক্তিকে নামিয়ে দেয় ডাকাতরা। ঘটনার দিন রাতেই পুলিশ খবর পেয়ে তথ্যসূত্রে নিশ্চিত হয়ে যায় আয়কর আধিকারিক ছিল না ওরা। ভুয়ো পরিচয় দিয়েছিল। পরদিন তাই ঝালদার এসডিপিওর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। শনিবার দলটি ঝাড়খণ্ডের রাঁচি, বুন্ডু-সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে দুই মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করে। স্থানীয় যারা ঘটনায় যুক্ত রয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য হল, ধৃতদের মধ্যে একজন নিজেকে সিআরপিএফ কনস্টেবল বলে দাবি করেছে। বাহিনীর ৯৬ ব্যাটালিয়নে কর্মরত ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পুলিশ সুপার বলেন, ধৃতদের টিআই প্যারেড করানো হবে। তাই তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তিনি জানান, কোটশিলা এলাকার একাধিক ব্যক্তি ঘটনায় যুক্ত। তাদেরও গ্রেফতার করা হবে। স্পেশাল ২৬ ছবিতে অক্ষয় কুমার ও তাঁর নকল সিবিআই অফিসারের টিমের সকলে পুলিশের চোখে ধুলো দিয়ে বেঁচে গেলেও এক্ষেত্রে তা সম্ভব হয়নি। রাজ্য পুলিশের তৎপরতায় পুরো গ্যাং এখন গরাদের ভিতরে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago