চিতার সঙ্গে লড়াই করে মৃত্যুঞ্জয়ী মোজাম্মেল

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: সন্ধে নেমেছে। চা-বাগান ঘেরা সরু রাস্তাটা নিস্তব্ধ। আশপাশে কাউকে দেখা যাচ্ছে না। ওই পথ ধরেই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন পেশায় দিনমজুর মোজাম্মেল হক (৫০)। তখনই রাস্তার পাশের ঝোপের মধ্যে থেকে কী যেন একটা বেরিয়ে এল। সেই মুহূর্তে খেয়াল না করলেও পরে ঘটল হাড়হিম-করা ঘটনা! ভয়ে সাইকেল থেকে রাস্তায় পড়লেন মোজাম্মেল। ঝপাৎ করে তখনই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ (Cheetah)! খুবলে খেল নাক, কপাল। এরপরও চলল দীর্ঘ লড়াই। মঙ্গলবার সন্ধেয় আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা-বাগান সংলগ্ন এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থাতেও সাহসী মোজাম্মেল ছেড়ে দেননি চিতাবাঘটিকে (Cheetah)। জখম করে যুদ্ধে জয়ী হন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের বেডে শুয়েই জানিয়েছেন পুরো ঘটনা। তিনি বলেন, সাইকেল থেকে মাটিতে পড়তেই থাবার পর থাবা বসাতে থাকে চিতাবাঘটি। ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ চলে এই লড়াই। ঠিক তখনই একটি টোটো হেড লাইট জ্বালিয়ে আসছিল। টোটোচালক চিতা ও মানুষের লড়াই দেখে ভয়ে টোটো ফেলেই পালিয়ে যান! যদিও টোটোর আলো চোখে পড়তেই চম্পট দেয় চিতাবাঘটি। এরপর জখম ব্যক্তির চিৎকারে পথচলতি মানুষজন ঘটনাস্থলে পৌঁছে অবস্থা দেখে খবর দেয় বন দফতরে। ঘটনার খবর পাওয়ার পরেই বনদফতরের কর্মীরা এবং শামুকতলা রোড ফাঁড়ির ওসি এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত একমাসের মধ্যে মাঝেরডাবরি চা-বাগানে বেশ কয়েকটি চিতাবাঘ খাঁচাবন্দি করেছে বনদফতরের কর্মীরা।

আরও পড়ুন-ভাষাসন্ত্রাস : মুখ্যমন্ত্রী আজ বক্তব্য রাখবেন বিধানসভায়

Latest article