মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সাংসদ ও জেলা সভাধিপতি

Must read

সংবাদদাতা, বনগাঁ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর ২৪ পরগনার বনগাঁর দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বনগাঁ (Bongaon) সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। বুধবার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন-অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরির অভিযোগে বনগাঁয় ধৃত বিজেপি কর্মী

লাগাতার ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বনগাঁর (Bongaon) বেশ কিছু এলাকা। প্রশাসনের তৎপরতায় তিনটি ত্রাণ শিবিরে ৫০টির মতো পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। খাওয়াদাওয়ার পাশাপাশি এদিন সরকারের তরফে তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। বিশ্বজিৎ দাস জানান, লাগাতার বর্ষার কারণে বেশকিছু জায়গা জলমগ্ন হয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আকাইপুর গ্রাম পঞ্চায়েতের গরিরপুর গ্রামে, ঘাটবাহর পঞ্চায়েতের পাইকপাড়া বাজার ও বামনগর পঞ্চায়েতের উত্তর পাড়ায় তিনটি ত্রাণশিবির করা হয়েছে। প্রশাসনের তরফে তাদের সব রকমের ব্যবস্থা করা হয়েছে। সাংসদ পার্থ ভৌমিক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ সমস্যায় আছেন কিনা জানতে মুখ্যমন্ত্রী নির্দেশে বন্যাদুর্গতদের দেখতে গিয়েছিলাম। সরকারের তরফে সেখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষেরা মানবিক মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় খুশি। তাঁদের দাবি মুখ্যমন্ত্রী তাঁদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছেন। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন বলে জানান পার্থ ভৌমিক। তাঁদের সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি নায়ারণ গোস্বামী।

Latest article