সংবাদদাতা, বনগাঁ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর ২৪ পরগনার বনগাঁর দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বনগাঁ (Bongaon) সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। বুধবার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন-অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরির অভিযোগে বনগাঁয় ধৃত বিজেপি কর্মী
লাগাতার ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বনগাঁর (Bongaon) বেশ কিছু এলাকা। প্রশাসনের তৎপরতায় তিনটি ত্রাণ শিবিরে ৫০টির মতো পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। খাওয়াদাওয়ার পাশাপাশি এদিন সরকারের তরফে তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। বিশ্বজিৎ দাস জানান, লাগাতার বর্ষার কারণে বেশকিছু জায়গা জলমগ্ন হয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আকাইপুর গ্রাম পঞ্চায়েতের গরিরপুর গ্রামে, ঘাটবাহর পঞ্চায়েতের পাইকপাড়া বাজার ও বামনগর পঞ্চায়েতের উত্তর পাড়ায় তিনটি ত্রাণশিবির করা হয়েছে। প্রশাসনের তরফে তাদের সব রকমের ব্যবস্থা করা হয়েছে। সাংসদ পার্থ ভৌমিক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ সমস্যায় আছেন কিনা জানতে মুখ্যমন্ত্রী নির্দেশে বন্যাদুর্গতদের দেখতে গিয়েছিলাম। সরকারের তরফে সেখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষেরা মানবিক মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় খুশি। তাঁদের দাবি মুখ্যমন্ত্রী তাঁদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছেন। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন বলে জানান পার্থ ভৌমিক। তাঁদের সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি নায়ারণ গোস্বামী।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…