নিতুড়িয়ায় শ্রমিক-ঐক্যের বিজয়া পালন, বেসরকারীকরণ ঠেকালেন সাংসদ অরূপ

ডেটলাইন পেরিয়ে গিয়েছে। এখনও খনিশ্রমিকেরা ইসিএলের কর্মী হিসাবেই কাজ করছেন। ফলে তাঁরা এদিন উচ্ছ্বসিত আবেগে মুখর হন

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : পুরুলিয়ার কয়লাখনি শ্রমিকেরা (worker) এবার বিজয়া দশমীর দিনেই শ্রমিক ঐক্যের বিজয়া পালন করলেন নিতুড়িয়ায়। সোমবার শ্রমিকেরা দুবেশ্বরী কোলিয়ারির সামনে মিছিল করে তাঁদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান সাংসদ অরূপ চক্রবর্তীকে। মূলত সাংসদের নেতৃত্বেই এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠন একছাতার তলায় এসে খনি বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই করছে। ইসিএল ঘোষণা করেছিল, পয়লা অক্টোবর থেকে তাদের হাতে থাকা দুবেশ্বরী কোলিয়ারি বেসরকারি হাতে দেওয়া হবে। ডেটলাইন পেরিয়ে গিয়েছে। এখনও খনিশ্রমিকেরা ইসিএলের কর্মী হিসাবেই কাজ করছেন। ফলে তাঁরা এদিন উচ্ছ্বসিত আবেগে মুখর হন।

আরও পড়ুন-বারাসতে জমকালো কার্নিভাল

ইসিএলের পারবেলিয়া গ্রুপের দুবেশ্বরী কোলিয়ারি বেসরকারীকরণের চক্রান্ত শুরু হয়েছিল বহু আগে। তখন থেকেই খনি বেসরকারীকরণ রুখতে ময়দানে নেমেছিল তৃণমূল। এলাকার শ্রমিকনেতা তথা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদবের নেতৃত্বে সেই লড়াইয়ে শামিল হয় বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলি। আন্দোলনকারীরা পাশে পেয়ে যান সাংসদ অরূপ চক্রবর্তীকে। পুজোর আগেই আন্দোলনমঞ্চ থেকে সাংসদ চিঠি দেন ইসিএল কর্তৃপক্ষকে। ইসিএল তাঁকে আলোচনায় বসার আহ্বান জানায়। সাংসদ জানিয়ে দেন পুজোর পর আলোচনায় বসতে তিনি প্রস্তুত।
এই অবস্থায় বেসরকারীকরণের বিষয়টি থমকে গিয়েছে। তাই শ্রমিকেরা এদিন অন্য বিজয়া পালন করলেন। শান্তিভূষণ বলেন, রাজনৈতিক রঙের বিভাজন করে শ্রমিকদের ঠকানোর দিন আর নেই। শ্রমিকরা তা বোঝেন। তাই আইএনটিটিইউসির নেতৃত্বে লড়াইয়ে রয়েছেন সবাই। এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় প্রাপ্তি।

Latest article