সংবাদদাতা, মথুরাপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। এই রেশন ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে এবং গ্রাহকদের জন্য আরও সুবিধে বাড়াতে রেশন ডিলার, ব্লক খাদ্য কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি ও একাধিক বিধায়কদের নিয়ে বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার খাদ্য কর্মাধ্যক্ষ তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।
আরও পড়ুন-কেন্দ্রের কাছে ১০০ কোটি টাকার দাবি, প্রত্নতাত্ত্বিক স্থাপত্য ও ঐতিহ্য সংরক্ষণে পদক্ষেপ রাজ্যের
সোমবার ডায়মন্ড হারবার মহকুমাশাসকের দফতরে এই বৈঠক হয়। ডিলারদের এদিন কড়া ভাষায় সাংসদ জানান, গ্রাহক পরিষেবা নিয়ে কোনও আপোস নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে দুয়ারে রেশন চালু করেছেন, এই প্রকল্প নিয়ে যাতে সাধারণ গ্রাহকদের কাছে স্বচ্ছতা বজায় থাকে সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন এলাকার সাংসদ। একাধিক জায়গায় রেশন ডিলার না থাকার কারণে অনেকটাই সমস্যা আছে বলে এদিন জানা যায় বৈঠকে। সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য খাদ্যনিয়ামককে নির্দেশ দেন সাংসদ। দ্রুত ওই এলাকাগুলোতে রেশন ডিলার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়।