শিশিরের সাংসদপদ শুনানি ২৮ জুলাই

Must read

প্রতিবেদন: প্রকাশ্যে বিজেপি নেতা অমিত শাহের সভায় উপস্থিত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার। অথচ মুখে বলছেন, তিনি তৃণমূলেই আছেন। এই পরিস্থিতিতে কাঁথির সাংসদ শিশির অধিকারীর (Shishir Adhikari) পদ খারিজের দাবিতে লোকসভায় স্পিকারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে শুনানি হবে ২৮ জুলাই। চিঠি দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানাল লোকসভার সচিবালয়। সংসদের প্রিভিলেজ ও এথিক্স কমিটি জানিয়েছে, ওইদিন বিকেল ৪টেয় সংসদ ভবনে শিশিরের (Shishir Adhikari) সাংসদপদ খারিজের দাবির প্রেক্ষিতে শুনানি হবে। এর আগেও এই বিষয় নিয়ে শুনানির দিন ধার্য হয়। কিন্তু উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের লোকসভার দলনেতা। সূত্রের খবর, আগামী শুনানিতে শিশিরের বিজেপিতে যোগদানের তথ্য পেশ করবেন সুদীপ। দু’তরফের বক্তব্য শুনে এ নিয়ে সিদ্ধান্ত নেবে লোকসভার কমিটি।

আরও পড়ুন: মেঘালয়ের বিজেপি শীর্ষ নেতার ফার্মহাউসে মধুচক্র, শোরগোল

Latest article