বাবুল-মনোজ দ্বৈরথ দিয়ে আজ শুরু এমপি কাপ সৌজন্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : অপেক্ষার অবসান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ফের ‘খেলা হবে’। আজ, শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১’। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে প্রধান আকর্ষণ দুই তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ও মনোজ তিওয়ারির দ্বৈরথ। বিকেল পাঁচটায় ডায়মন্ড হারবার এসডিও মাঠে দুই তারকা একাদশের মধ্যে ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এবারের প্রতিযোগিতা।

বাবুলের ফুটবলপ্রেম কারও অজানা নয়। মোহনবাগানপ্রেমী বাবুল তাঁর দলকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, প্রতিপক্ষ দলকে নেতৃত্ব দেবেন ক্রিকেটার তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। দুই তারকার দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দু’বছর আগে অভিষেকের উদ্যোগেই শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। প্রথম বছর থেকেই তা বাংলা জুড়ে দারুণ সাড়া ফেলেছে।

আরও পড়ুন : BSF ইস্যুতে প্ররোচনা ছড়াচ্ছেন রাজ্যপাল, সংযত হতে বলে কড়া চিঠি সুখেন্দুশেখরের

গত বছর অতিমারির কারণে আয়োজন করা সম্ভব হয়নি এই প্রতিযোগিতা। কিন্তু এবার আর ফুটবলপ্রেমীদের নিরাশ করেননি ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারের ডায়মন্ড হারবার এমপি কাপকে আরও আকর্ষণীয় করতে চেষ্টার ত্রুটি রাখেননি অভিষেক। সাংসদের উদ্যোগেই এবারের টুর্নামেন্ট ও উদ্বোধনী ম্যাচের প্রচার, বিপণনে জোর দেওয়া হয়েছে। শুক্রবার উদ্বোধনী ম্যাচেও থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

অভিষেকের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করবে। লিগ কাম নকআউট ফরম্যাটেই হবে খেলা। শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। কোভিড বিধি মেনে এবারের প্রতিযোগিতা আয়োজিত হবে। অংশগ্রহণকারী দলগুলিকেও টুর্নামেন্টের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।

Latest article