রাহুলের পদযাত্রায় হাঁটতে হাঁটতেই মৃত্যু সাংসদের

সেই যাত্রাতেই সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং। হাঁটতে হাঁটতে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন।

Must read

প্রতিবেদন : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী। রাহুলের সঙ্গে পা মিলিয়েই হাঁটছিলেন তিনি। সে সময়ই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। আচমকাই পড়ে যান মাটিতে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্তোখের মৃত্যুর খবর পাওয়ার পরই যাত্রা বন্ধ করে হাসপাতালে পৌঁছন রাহুল।
শনিবার সকালে পাঞ্জাবে ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রার সূচনা করেন রাহুল।

আরও পড়ুন-জোশীমঠ বিপর্যয়ের দায় নিতে নারাজ এনটিপিসি

সেই যাত্রাতেই সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং। হাঁটতে হাঁটতে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন। অস্বাভাবিক বেড়ে যায় হৃদস্পন্দন। তারপরই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ফাগওয়াড়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর রাহুলের যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। কংগ্রেস সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ সব রাজনৈতিক দলের নেতারা।

আরও পড়ুন-পথের ধারে লাঞ্চ সেরে কুৎসার জবাব শতাব্দীর

জলন্ধর থেকে টানা দু’বার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন সন্তোখ সিং। ২০১৪ এবং ২০১৯ সালে জলন্ধর থেকে কংগ্রেসের হয়ে জিতেছেন। এছাড়া তিনি ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৭ এবং ২০১২ সালে পাঁচবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিধানসভা ভোটে তিনবার জেতেন তিনি। ১৯৯২ এবং ২০০২ সালে কংগ্রেস সরকাররের মন্ত্রীও হন। ২০১৯ লোকসভা নির্বাচনে সন্তোখ সিং চৌধুরী তাঁর প্রতিদ্বন্দ্বী শিরোমণি আকালি দলের চরণজিৎ সিং অটওয়ালকে ১৯,৪৯১ ভোটে পরাজিত করেছিলেন।

Latest article